নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়, রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রূপগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের দেড় শতাধিক ছাত্রছাত্রীকে ২৪ জানুয়ারি বৃহষ্পতিবার সংবর্ধনা দেয়া হয়। প্রাথমিক শিক্ষা সমাপনি পরীক্ষা, জেএসসি পরীক্ষা ও এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পাওয়ায় তাদের এ সংবর্ধনা দেয়া হয়।
বিদ্যালয় মাঠে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি কে.এম. রহমতউল্লা । সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের প্রথম সেনা প্রধান আলহাজ্ব মেজর জেনারেল (অবঃ) কে.এম সফিউল্লাহ বীর উত্তম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ভুঁইয়া, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান আবু হোসেন ভুঁইয়া রানু, উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুল আলম সিদ্দিকী, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, মুড়াপাড়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আলম, কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আহসান হাবিব, রূপগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন, রূপগঞ্জ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আওলাদ হোসেন, পুরস্কার প্রাপ্ত ফটোগ্রাফার মিজানুর রহমান ও যুবলীগ নেতা ফয়েজুর রহমান প্রমুখ।
পরে কৃতি ছাত্রছাত্রীদের মধ্যে ক্রেষ্ট, সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়। একই সঙ্গে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।