সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদন্ড দিয়েছে নারায়ণগঞ্জের আদালত। খালেদা আক্তার শান্তা ওরফে এ্যানিকে হত্যার অভিযোগে আজ দুপুরে নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানার আদালতে এ রায় দেন। এ সময় দন্ড প্রাপ্ত আসামী স্বামী সোলেমান পলাতক ছিলেন।
অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, বন্দর উপজেলার কদম রসূল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদার বাড়িতে ভাড়া থাকতেন স্বামী সোলেমান ও স্ত্রী খালেদা আক্তার শান্তা ওরফে এ্যানি। ২০০৩ সালে প্রেমের পর বিয়ে করেন আর পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল।
পারিবারিক কলহের জের ধরে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করে স্বামী সোলেমান। এরপর বন্দর থানা পুলিশ ঘর থেকে লাশ উদ্ধার করে মামলা দায়ের করেন ।
মামলার বাদি নিহত এ্যানির বাবা শহিদুল্লাহ মেয়ে হত্যার বিচার মৃত্যুদন্ড দ্রত কার্যকর করা দাবী জানান।