আজ বুধবার, ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মৃত্যু হলে ভোটকেন্দ্রের সামনেই আমার মৃত্যু হবে: হুমায়ূন কবির

নিজস্ব প্রতিবেদক:

কান্নাবিজড়িত কন্ঠে আইনজীবীদের উদ্দেশ্যে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ূন কবির বলেছেন, জাতীয় নির্বাচন করতে গিয়ে আমার নামে পাঁচটি মামলা হয়েছে। ঢাকা ও এখান থেকে মামলাগুলোর জামিন করিয়েছি। তৈমূর, সাখাওয়াত, বারী ভাই আমাকে নির্বাচন করতে বলেছে। আমি নির্বাচন করতে চাই নাই। আমি আপনাদের স্বার্থে, দলের স্বার্থে নির্বাচনে দাঁড়িয়েছি। আপনারা সুযোগ দিলে আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দেবো।  

মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে হিমালয় রেস্টুরেন্টে বিএনপি সমর্থিত আইনজীবী প্যানেলের পরিচিতি সভায় এসব কথা বলেন তিনি।

সরকার হুমায়ূন কবির আরো বলেন,  বিরোধী প্যানেল নানা অপপ্রচার করছে। তাদের অপপ্রচারে আমরা নাক গলাবো না। আমরা ভালোবেসে এ নির্বাচনে জয়যুক্ত হতে চাই।  আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় কারাগারে। এ কারাগার থেকে তাকে বের করার জন্যই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। 

হুমায়ূন কবির হুশিয়ারি দিয়ে বলেন, আমি ভয় পাইনা। ছাত্ররাজনীতি করে এখানে এসেছি। মৃত্যু হলে নির্বাচনের দিন ওই ভোটকেন্দ্রের সামনেই আমার মৃত্যু হবে। জেলখানায় আইনপরীক্ষা দিয়ে একমাত্র পাশ করা আইনজীবী আমি। এমপি শামীম ওসমানের সাথে আমি ছাত্ররাজনীতি করেছি। আমি যখন ছাত্রদলের সভাপতি তখন আমার বন্ধু শামীম ওসমান ছাত্রলীগের সেক্রেটারি। আজ শামীম ওসমান অনেক উপরে। তারপরেও আমাকে নিয়ে অনেক ঠাট্টা মশকরা করা হয়। সবকিছু ভুলে যেতে চাই। আমি কারো কথায় কোন উত্তর দিতে চাইনা। যারা আমার বিরুদ্ধে কথা বলেন তারা তাদের বুকে হাত দিয়ে বলেন আপনি কি করেন। প্রমাণ ছাড়া আমার বিরুদ্ধে কোন কথা বললে তার জিহ্বা আমি ছিড়ে ফেলবো। মৃত্যু ছাড়া আমাকে কেউ সরাতে পারবেনা।

তিনি বলেন, আমি সবাইকে নিয়েই নির্বাচনে নেমেছি। একজন প্রতিদ্বন্দ্বি প্রার্থীকে ভয় দেখিয়ে রক্তচক্ষু দেখিয়ে বসিয়ে দেয়া হয়েছে। যারা বসিয়েছেন তারা জানেন। আমরা আপনাদের বিরুদ্ধে এখনো কথা বলি নাই। কথা বলতে দিয়েন না। কথা বলতে দিলে আপনারা নির্বাচন কমিশনে থাকতে পারবেননা। পিপি জিপিকে নির্বাচন কমিশনার বানিয়েছেন অন্যায়ভাবে ভোটে জয়ী হওয়ার জন্য। তারপরেও আমরা সহ্য করছি, আমাদের ধৈর্য্যহারা করবেননা। আমরা রাজপথ ছাড়ি নাই। আর ভবিষ্যতেও রাজপথে ছাড়বোনা যতই হামলা-মামলা হোক। 

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, অ্যাডভোকেট বারী ভূঁইয়া, অ্যাডভোকেট খোরশেদ মোল্লা, অ্যাডভোকেট আব্দুল হামিদ খান ভাসানীসহ আইনজীবীরা।