আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কুখ্যাত সন্ত্রাসী মীরু মুখ ঢেকে আদালতে

সংবাদচর্চা রিপোর্ট:

ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে আদালতে হাজির করা হয়েছে। সোমবার (২১ জানুয়ারী) দুপুরে পুলিশ তাকে আদালতে নিয়ে আসে ।

গত ২০ জানুয়ারী বিকালে কুতুবপুর এলাকা থেকে মীরুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে ১০টির অধিক মামলা রয়েছে।

আদালতে আনার সময় মীরু নিজের মুখ রোমাল দিয়ে ঢেকে রেখেছিলেন।

এবিষয়ে গোয়েন্দা পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেওয়া হয়েছে।