নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার ২০ জানুয়ারী বিকেলে ফতুল্লার কুতুবপুর এলাকা থেকে মীরুকে গ্রেফতার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, শুনেছি ডিবির একটি টিম মীরুকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফতুল্লার পাগলার শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবকলীগ নেতা মীর হোসেন মীরু ছিল পাগলার এক মূর্তমান আতঙ্ক। সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা মামলাও রয়েছে। মাদক ব্যবসার আধিপত্য প্রতিষ্ঠায় হত্যা করতেও দ্বিধাবোধ করেনি মীরু।
সর্বশেষ ২০১৯ সালের ১৮ জানুয়ারী দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের দুর্ধর্ষ সন্ত্রাসী মীর হোসেন মীরু ও তার সহযোগীদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে কুপিয়ে নগদ ২ লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া যায়।