নিজস্ব প্রতিবেদক
ওসমান পরিবারের সদস্য হয়ে ওসমান পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। পারভীন ওসমানের বেলায় এমন গুঞ্জন জেলা শহরসহ আশপাশের এলাকাগুলোতে। পারভীন ওসমান যখন নির্বাচন করার সিদ্ধান্ত নেন তখন ওসমান পরিবারের মেঝ ছেলে সেলিম ওসমান প্রকাশ্যে বিরোধিতায় অবস্থান নেন। এমনটাই দেখা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে।
পারভীন ওসমান সংরক্ষিত মহিলা আসনে জাতীয় পার্টির মনোনয়ন বাগিয়ে আনলেও তার পক্ষে নেই নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। সেলিম ওসমান ছাড়াও বেশ কয়েকজন থাকতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক নেতারা। তবে পারভীন ওসমান এসব দেয়াল ভেঙ্গে পারবেন কি মনোনয়ন ঠিক ঠাক রেখে শেষ পর্যন্ত টিকে থাকতে? না কি ওসমান পরিবারের সদস্যদের মধ্যে কোন অন্তঃদ্বন্দ্বে প্রকাশ পাচ্ছে! তবে এ প্রভাবশালী পরিবারের সদস্যদের মধ্যে কোন দ্বদ্ব নেই বলেই জানেন শহরবাসীসহ আশপাশের উপজেলার লোকজনসহ রাজনৈতিক নেতারা। এমন ধারণার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পাড়তে পারে যদি পারভীন ওসমানের স্থলে ইসরাত জাহান স্মৃতি সংরক্ষিত মহিলা আসনটি দখলে নেন। জাতীয় পার্টির সাবেক প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান সংরক্ষিত মহিলা আসনে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে বেশ আলোচনায় ছিলন। সে আলোচনার তুঙ্গে থাকা মানুষটি বেশ কোনঠাসা হয়ে পড়েছেন কেন? তা অনেকের প্রশ্ন হলেও সে উত্তর আজও কি মিলেছে নেতাকর্মী সমর্থকদের? জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় থাকা মানুষটি হঠাৎ করেই চুপসে যাওয়া নিয়ে খোদ পারভীন ওসমানও মুখ খোলেন নি গণমাধ্যমে ও নেতাকর্মীদের কাছে। প্রয়াত নাসিম উসমান বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার পাশাপাশি পারভীন ওসমানও বেশ জনপ্রিয়তা লাভ করেছেন বলেই জানান অনেকেই। পারভীন ওসমানের বিরোধিতা করেছেন তার স্বামীর ছোট ভাই একেএম সেলিম ওসমান। জাতীয় পার্টি থেকে দলীয় প্রতীক লাঙ্গল নিয়ে সেলিম ওসমান নির্বাচন করেন। পারভীন ওসমান যখন চুপসে যান তখন সেলিম ওসমানের আর কোন বড় প্রতিদ্ব›দ্বী থাকে না। বলা চলে খালি মাঠে নিজেই বড় মাপের খেলোয়াড়। চলতি বছর সংরক্ষিত আসনে নির্বাচন করার জন্য জতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ পারভীন ওসমানকে সংরক্ষিত আসনের জন্য মনোনয়ন দিয়েছেন এ সংবাদ শোনার পরে পরভীন ওসমানের দেবর সংসদ সদস্য সেলিম ওসমান বিরোধিতা শুরু করেন। তবে এখানেই শেষ নয়। পারভীন ওসমানকে ঠেকাতে আওয়ামী লীগের এক নেত্রী ইসরাত জাহান স্মৃতিকে সংরক্ষিত পদে নির্বাচন করার জন্য তার নাম ছড়ানোর চেষ্টা করছেন সেলিম ওসমান। এখন পর্যন্ত ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ওসমান পরিবারের সদস্য হিসেবে পারভীন ওসমান না মহিলা নেত্রী ইসরাত জাহান স্মৃতি? কে হতে যাচ্ছেন সংরক্ষিত আসনের এমপি ?