সংবাদচর্চা রিপোর্ট
জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সাংসদ লিয়াকত হোসেন খোকাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে নারায়ণগঞ্জের কর্মরত সাংবাদিকবৃন্দ। মঙ্গলবার দুপুর ১টায় সাংসদের আমলাপাড়াস্থ নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ এর পূর্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদচর্চা পত্রিকার ফটো সাংবাদিক প্রিতম মাহমুদ, ডেইলি নারায়ণগঞ্জ ২৪ ডট কম এর বার্তা সম্পাদক শেখ মনির হোসেন, খবর নারায়ণগঞ্জ ডট কম এর প্রকাশক মো. জাহিদ হোসেন, নির্বাহী সম্পাদক মো. মশিউর রহমান, দৈনিক ইয়াদ পত্রিকার ফটো সাংবাদিক মাহমুদুল ইসলাম সৌরভ, দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সাজু হোসেন প্রমুখ।