আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না.গঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৪ জানুয়ারী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৪ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৭ জানুয়ারী সোমবার দুপুরে হিমালয় চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।

সভায় জানানো হয়, আইনজীবী সমিতির ভবন ভেঙ্গে সেখানে নতুন ভবনের কাজ শুরু হওয়ায় আগামী ২৪ জানুয়ারী সকাল ৯ টা থেকে শুরু করে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত জেলা জজ আদালতের কনফারেন্স রুমে ভোটগ্রহণ চলবে।

নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান করা হয় আখতার হোসেন। বোর্ডের অপর সদস্যরা হলেন মেরিনা আক্তার, আবদুর রহিম, আসাদুর রহমান ও সুখচাঁন বাবু।

তবে তফসিল ঘোষণার সময় বিএনপিপন্থী আইনজীবীরা হট্টগোল করেন। তাদের অভিযোগ, কোনো সিদ্ধান্ত ছাড়াই একচেটিভাবে এই তফসিল ও নির্বাচন বোর্ড ঘোষণা করা হয়েছে। এই বিষয়ে কারো সাথে কোন আলাপ আলোচনা করা হয়নি।