সংবাদচর্চা রিপোর্ট : নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বিপিএল খেলা উপভোগ করেছেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
শনিবার (৫ জানুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। বিসিবি প্রেসিডেন্ট বক্সে বসে গোলাম দস্তগীর গাজীর সঙ্গে ম্যাচটি উপভোগ করেন
গতকাল দুপুর সাড়ে ১২টায় রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংসের মধ্যকার ম্যাচ দিয়ে বিপিএল ষষ্ঠ আসরের পর্দা উঠেছে। যেখানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিপক্ষে ৩ উইকেটের জয় পেয়েছে বন্দর নগরীর দল চিটাগং।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। ঢাকার দেয়া ১৯০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলআউট হয় রাজশাহী।