আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নতুন নগর ভবন পরিদর্শন করলেন আইভী

নতুন নগর ভবন

সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মাণধীন নতুন ভবনের নির্মাণকাজ পরিদর্শন করেছেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। বুধবার (২ জানুয়ারি) বিকেল ৫টায় নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন তিনি।

নাসিক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী নির্মাণাধীন ভবনটির নির্মাণকাজ ঘুরে দেখেন। এ সময় ঠিকাদার মো. জাকির হোসেনকে দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশ দেন।

পরিদর্শনকালে মেয়রের সাথে আরও উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-২ ও নাসিক ১০, ১১ ও ১২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিনোয়ারা বেগম, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান, নতুন নগর ভবন নির্মাণকাজের ঠিকাদার মো. জাকির হোসেন, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, হিমেল খান প্রমুখ।