আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

শুভাকাঙ্খিদের অভিনন্দনে সিক্ত এমপি গাজী

শুভাকাঙ্খিদের

নবকুমার:

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক নারায়ণগঞ্জ ১ আসন (রূপগঞ্জ) থেকে নৌকা প্রতীকে ২ লাখের অধিক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। গোলাম দস্তগীর গাজী বিজয়ী হওয়ায় রূপগঞ্জের সর্বস্তরের মানুষ তাকে অভিনন্দন জানিয়েছে।

গতকাল শুভাকাঙ্খীদের ভীরে রূপসী গাজী ভবনে তীল ঠাইয়ের জায়গা ছিলো না। গোলাম দস্তগীর গাজী আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অভিনন্দন বার্তায় সিক্ত হয়েছেন। তিনি নারায়ণগঞ্জ ১ আসনে টানা তৃতীয় বারের মত এমপি নির্বাচিত হয়েছেন। এর আগে গোলাম দস্তগীর গাজী ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামীলীগের সমর্থনে এমপি নির্বাচিত হন।