নিজস্ব প্রতিবেদক: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীর অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, বিপিএম (বার), পিপিএম (বার)।
শুক্রবার (২৮ ডিসেম্বর) বিকেলে অসুস্থ কাসেমীকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দেখতে যান পুলিশ সুপার হারুন অর রশিদ। এ সময় তিনি ধানের শীষের প্রার্থীর শারীরিক অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
জেলা পুলিশ সুপারের মিডিয়া উইংয়ের কর্মকর্তা মো. সাজ্জাদ রোমন এ তথ্য জানান। এর আগে বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ধানের শীষের প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কাসেমী অভিযোগ করেন, তাকে ফতুল্লার ভুইগড় রূপায়ন টাউন এলাকায় মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম প্রাণনাশের হুমকি দিয়েছে। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এরপর থেকে তিনি আর নির্বাচনী প্রচারনা চালাননি।