আজ মঙ্গলবার, ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্রচারণার শেষ মুহূতে ভোটারদের দ্বারে দ্বারে এমপি গাজী

প্রচারণার শেষ মুহূতে

নবকুমার:

আজ মধ্যরাতে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রচারণা শেষ হচ্ছে। নির্বাচনকে সামনে রেখে কোমর বেধে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক ।

তিনি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন।

বৃহষ্পতিবার প্রচারণার শেষ দিনে গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ডের ভোটারদের মাঝে ছুটে বেড়াচ্ছেন। নৌকার পক্ষে ভোট চাচ্ছেন । তিনি রূপগঞ্জ বাসিকে অসমাপ্ত কাজ সমাপ্ত করার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রচারণার শেষ দিন গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ বাসির ব্যাপক সারা পাচ্ছেন।

সারা রূপগঞ্জে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নৌকার মিছিলে মুখোরিত করে তুলেছে।