নবকুমার:
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি গোলাম দস্তগীর গাজীর স্ত্রী তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী।
তিনি রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে প্রত্যেকটা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নৌকার ভোট চাচ্ছেন।
তিনি নারী ভোটারদের মাঝে গোলাম দস্তগীর গাজীর উন্নয়ন চিত্র তুলে ধরছেন।
মঙ্গলবার তারাব পৌরসভার বরাব এলাকায় নৌকায় ভোট চেয়ে মিছিল করেছেন হাছিনা গাজী। মিছিলে শত শত নারী ভোটারদের ঢল নামে। মহিলা লীগের নেতাকর্মীরা ধান ডুবা নৌকা ভাসা শ্লোগানে মুখোরিত করে তোলে গোটা এলাকা। মিছিল টি রূপসী এসে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন, নারী নেত্রী পারুল ,শিল্পী আক্তার, বিউটি আক্তার কুট্টি প্রমুখ।