আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়ের মাসে স্বাধীনতা বিরোধীদের বর্জন করতে হবে : হাছিনা গাজী

বিজয়ের মাসে স্বাধীনতা

নবকুমার:

রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বিএনপি স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করছে। ওদের কোন আদর্শ নেই। ওরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।

শনিবার কায়েত পাড়া ইউনিয়নে নৌকার পক্ষে গণসংযোগ শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছিনা গাজী বলেন, নৌকা স্বাধীনতা এবং উন্নয়নের প্রতীক । নৌকার হারলে মুক্তিযোদ্ধারা হারবে । মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবে।

বিজয়ের মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে দেশ বাসিকে স্বাধীনতা বিরোধীদের বর্জনের আহবান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জায়েদ আলী,  রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শিলা রানী পাল, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার প্রমুখ।