নবকুমার:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে । নারায়ণগঞ্জ ১ আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে বিজয়ের লক্ষ্যে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে নেমেছে কোমর বেধে।
বসে নেই রূপগঞ্জ উপজেলা মহিলা লীগ ও যুব মহিলা লীগের নেতা কর্মকর্মীরা। মহিলা লীগের সভাপতি তারাব পৌর মেয়র হাছিনা গাজীর নেতৃত্বে মহিলা লীগের নেতাকর্মীরা সারা রূপগঞ্জে চষে বেড়াচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে নৌকার ভোট চাচ্ছেন।
মঙ্গলবার প্রচারণার দ্বিতীয় দিনে তারাব পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে নারী নেত্রী হাছিনা গাজী ।এছাড়া মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেছে উপজেলা যুব মহিলা লীগের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শীলা রানী পাল,যুব মহিলা লীগের সভাপতি ফেরদৌসি আক্তর রিয়া,সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা ,আওয়ামী লীগ নেতা ফিরোজ ভুঁইয়া প্রমুখ।