আজ সোমবার, ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ঘরে বসে থাকার সময় নেই, রাজ পথে থেকে নৌকার বিজয় নিশ্চিত করব : পাপ্পা গাজী

ঘরে বসে থাকার সময় নেই

সংবাদচর্চা রিপোর্ট:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সাংসদ পুত্র গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, নৌকা স্বাধীনতার এবং উন্নয়নের প্রতীক। নৌকার হারলে শেখ হাসিনা হারবে। আর বাংলাদেশের উন্নয়ন পিছে যাবে। যে কোন মূল্যে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

রবিবার রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় নৌকার পক্ষে পথ সভা শেষ তিনি এসব কথা বলেন।

রূপগঞ্জ বাসির উদ্দেশে গোলাম মর্তুজা পাপ্পা বলেন, বিএনপি জামায়াত রাষ্ট্রক্ষমতায় আসলে দেশে আবার জঙ্গিবাদের উত্থান হবে। বিদেশে দেশের অর্থ পাচার হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হবে। মানুষের কমিউনিটি চিকি’সা সেবা বন্ধ হয়ে যাবে। আপনারা গ্যাস পেয়েছেন বিদ্যুত পেয়েছেন সরকারি স্কুল এবং কলেজ পেয়েছেন। শীলতলক্ষ্যা সেতু ভূলতা ফ্লাইওভার নির্মাণ হয়েছে। আগামী নির্বাচনে আপনারা আগুন সন্ত্রাসীদেশে বর্জন করবেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে গোলাম মর্তুজা পাপ্পা বলেন, এখন ঘরে বসে থাকার সময় নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজ পথে থেকেই নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

তরুণ ভোটারদের কে নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।

আওয়ামী লীগ নেতা শাহাজাহানের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়নের চেয়ারমান ব্যরিষ্টার আরিফ, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল,সাইফুল মেম্বার, ভুলতা ইউনিয়ন যুব লীগের সভাপতি রাশেদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন, ছাত্রলীগ নেতা সবুজ,নজরুল,সাইদ সোহেল,শ্যামল
রিফাত প্রমুখ।