নবকুমার: রূপগঞ্জ উপজেলার রূপসী স্বদেশ সেন্ট্রাল হাসপাতাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শনিবার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের উদ্বোধন করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, চিত্র নায়ক ওমর সানী, নজরুল ইসলাম চৌধুরী প্রমুখ।
এসময় ডাক্তার এবং নার্সদের উদ্দেশে হাছিনা গাজী বলেন,আপনারা ভুল চিকিৎসা দেবেন না। সব সময় পেশাদারিত্বের পরিচয় দেবেন। সেবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। কোন রোগীকে অবহেলা করবেন না।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে চিকিৎসা খাতে বিপ্লব ঘটেছে। মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। স্বাধীনতা বিরোধীরা রাষ্ট্রক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে। ওদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।
দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান হাছিনা গাজী।