সংবাদচর্চা রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন সেলিম ওসমান।
রোববার (১১ অক্টোবর) দুপুরে গুলশান-১ এর ইমানুয়েলস মিলনায়তনে দলীয় মনোনয়ন ফরম বিতরণ শুরু হলে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের কাছ থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন দলের সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদারসহ পার্টির শীর্ষ নেতারা।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের তারিখ আগামী ২৩ ডিসেম্বর নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১৯ নভেম্বর।
প্রার্থীদের মনোনয়নপত্র বাঁছাইয়ের শেষ তারিখ ২২ নভেম্বর এবং প্রার্থীতা প্রত্যাহারে শেষ তারিখ ২৯ নভেম্বর। নির্বাচনকে ঘিরে তফসিল ঘোষণার পরদিনই আনুষ্ঠানিকভাবে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া শুরু করে আওয়ামী লীগ।