সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ মহানগরের বঙ্গবন্ধু সড়কের শরীফ সুপার মার্কেটের টয়লেট থেকে অচেতন অবস্থায় ১ ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।
বুধবার (২৪ অক্টোবর) সকালে মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে টয়লেটে গেলে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
মৃত ব্যক্তির নাম রবি বলে জানিয়েছে স্থানীয়রা। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে নিহতের স্বজনরা কেউ যোগাযোগ করেননি।