নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লায় একটি রোলিং মিলে চুল্লি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে সেখানে থাকা ৫ শ্রমিক দগ্ধ হয়ে গুরুতর আহত হলে তদেরকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীনবস্থায় সকাল ১০ টার দিকে বাবুল (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
বাকি আহতরা হলেন- জুয়েল (২৮), সুমন (২৫), মঈনুল (২২) ও শাহাদাৎ (২৮)। তাদের মধ্যে জুয়েলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। বুধবার (২৪ অক্টোবর) ভোরে চাকদা স্টিল রি রোলিং মিলে এ ঘটনাটি ঘটে। নিহত বাবুল ময়মংসিংহের গফরগাঁওয়ের আব্দুল জব্বারের ছেলে।
চাকদা স্টিল রি রো-রোলিং মিলের ব্যবস্থাপক নুরল ইসলাম জানান, ভোরে চুল্লিতে কাজ করার সময় হটাত উপর থেকে একটি বড় ধাতব খন্ড চুল্লিতে পড়লে সেটির বিস্ফোরণ হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার উনচার্জ (ওসি) শাহ মো. মঞ্জুর কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।