সংবাদচর্চা রিপোর্ট: নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন মেয়াদোত্তীর্ণ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আংশিক কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটিতে জেলার সভাপতি করা হয়েছে শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন (চেয়ারম্যান) ও সাংগঠিনক সম্পাদক: জিয়াউল ইসলাম চয়নকে। একই সাথে নারায়নগঞ্জ মহানগর যুবদলের সভাপতি করা হয়েছে মাকসুদুল আলম খন্দকার খোরেশদ, সাধারণ সস্পাদক মনতাজ উদ্দিন মন্তু, সাংগঠনিক সম্পাদক রশিদুর রহমান রশোকে।