নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লা উপজেলার দেওভোগ ভূইয়ারবাগ এলাকা থেকে দুটি লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ সেপ্টেম্বর) ভোরে লাশ দুটি ভূইয়ারবাগ পুকুরে ভেসে উঠলে এলাকাবাসী তা উদ্ধার করে।
এলাকাবাসীরা জানান, লাশ দুটির আনুমানিক বয়স হবে ১০ থেকে ১২ বছরের।
পুকুর থেকে লাশ তুলে আনার পর স্থানীয় বিভিন্ন মসজিদে তা প্রচার করা হয়। লাশ পাওয়ার ২ ঘন্টা পর শিশু দুটির বাবা-মা এসে নিয়ে যায়।
এদিকে, এনসিসি’র ১৪নং ওর্য়াডের সাবেক এক কাউন্সিলর জানান, বাচ্চা দুটি দেওভোগ মাদ্রাসা এলাকার। তারা ভূইয়ারবাগ এলাকায় আগে ভাড়া থাকতো। গতকাল (বৃহস্পতিবার) শিশুদুটি দুপুর দিকে বাসা থেকে ঘুরতে বের হয়েছিল। শিশু দুটির এক জনের বাবা অটোড্রাইভার।
এলাবাসী আরো জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে শিশু দুটির পরিবার লাশ নিয়ে যায়।
এব্যাপারে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মঞ্জুর কাদের জানান, শিশু দুটি ওই পুকুরে গোছল করতে নেমে ডুবে যায়। আজ সকালে তাদের লাশ ভেসে উঠে। পুলিশ ঘটনাস্থালে যাওয়ার আগে লাশ দুটি তাদের পরিবারের সদস্যরা নিয়ে যায়।