আজ মঙ্গলবার, ১৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

শেখ হাসিনার নেতৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ : হাছিনা গাজী

সমৃদ্ধির পথে বাংলাদেশ

সমৃদ্ধির পথে বাংলাদেশ

নবকুমার

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর রূপসী এজেন্ট শাখার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে রূপগঞ্জ উপজেলার হাজী জুলহাস ভূইয়া শপিং কমম্পেক্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী “ইসলামী ব্যাংক রূপসী এজেন্ট শাখার” ফিতা কেটে উদ্বোধন করেছে।

সমৃদ্ধির পথে বাংলাদেশ

বর্তমান সরকারের অগ্রগতির কথা উল্লেখ করে প্রধান অতিথির বক্তৃতায় রূপগঞ্জ উপজেলা মহিলা লীগের সভাপতি হাছিনা গাজী বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি উন্নত সমৃদ্ধির পথে। বিশ্বের দরবারে আমরা এখন ভিক্ষুকের জাতি নই। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থাকলে বাংলার মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটে।

বাংলার মানুষের জীবন মানের কথা উল্লেখ করে হাছিনা গাজী বলেন, বর্তমান সরকারের আমলে মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে। মানব সম্পদের উন্নয়ন হয়েছে। অর্থনীতিতে বিপ্লব ঘটছে। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি ফলে দেশে সরকারি বেসরকারী ব্যাংকের শাখা প্রশাখা বৃদ্ধি পাচ্ছে । ব্যাংকিং সেবাকে মানুষের দৌড়গোড়া পৌছে দেওয়াই আমাদের সরকারের লক্ষ্য।

রূপগঞ্জ বাসির উদ্দেশ্যে হাসিনা গাজী বলেন, আপনারা ভুল পথে পা দেবেন না। যারা টাকার জন্য রাজনীতি করে তাদের বর্জন করুন। বর্তমান সরকারের আমলে রূপগঞ্জে ব্যাপাক উন্নয়ন হয়েছে। ভবিষতে আরো হবে। আপনাদের সুখে দুঃখে গাজী সাহেব আছে এবং থাকবে।

ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের উদ্দেশ্যে হাসিনা গাজী বলেন, কোন জঙ্গী গোষ্ঠী যেন ইসলামী ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করতে না পরে সে দিকে নজর রাখবেন। কোন একাউন্টে লেনদেন সন্দেহ হলে প্রশাসনকে বলবেন। আপনাদের কোন সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা আপনাদের সহযোগিতা করব।

রূপসীতে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন করতে পেরে হাছিনা গাজী ইসলামী ব্যাংকের সকল কর্মকর্তা কর্মচারীদের তারাব পৌরসভার পক্ষে থেকে ধন্যবাদ জানান।

আলোচনা সভা শেষে ইসলামী ব্যাংকের সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামী চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মুফতি মো: ওবায়দুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তাহের আহমেদ চৌধুরী,

নারায়ণগঞ্জ জজ কোটের সিনিয়র আইনজীবী ও সাবেক এডিশনাল পিপি এডভোকেট শামসুজ্জামান খোকা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক ভূলতা শাখার এভিপি মোহাম্মদ বেলাল হোসেন, কাউন্সিলর নাজরুল ইসলাম মফিজ,তারাব পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক হাজী সারোয়ার হোসেন রাসেল, ইসলামী ব্যাংক রূপসী এজেন্ট শাখার পরিচালক মাসুম হোসেন প্রমুখ।