নিজস্ব প্রতিবেদক:
ফতুল্লার পাগলায় চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ জেলা ব্যাটারী চালিত অটো রিক্সা (ইজিবাইক) মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা।
পাগলা-জালকুড়ি সড়কে চালকদের নির্যাতন ও গাড়ী ভাংচুরের প্রতিবাদ এবং চাঁদাবাজদের গ্রেফতারের দাবী জানিয়ে রোববার সকালে এ বিক্ষোভ মিছিল করে সংগঠনের নেতৃবৃন্দ।
বিক্ষোভ মিছিল শেষে ফতুল্লায় ইজিবাইকে চাঁদাবাজি বন্ধের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে ইজিবাইক মালিক পক্ষ।
সাংবাদিক সম্মেলনে ইজিবাইক মালিক শ্রমিক সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বলেন, আমাদের কাছ থেকে বছরে ৪৩ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে পলাশের চাঁদাবাজ বাহিনী।
গত ২০১২ সাল থেকে প্রতিদিন প্রতিটি ইজিবাইক থেকে ৩০ টাকা করে দিতে হয় ,এবং মাসিক চাঁদা দিতে হয় ৩শ টাকা । প্রতিটি অটো রিক্সার টোকেনের মূল দিতে হয় ৩ হাজার টাকা । উল্লেখিত টাকা প্রতি মাসের ১ তারিখ হতে ২৫ তারিখের মধ্যে পরিশোধ করতে হয় । নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে না পারলে গাড়ি এবং চালকদের তাদের অফিসে আটক করে রাখে । ৩শ টাকায় প্রতিদিন ২০ টাকা করে জরিমানা নিয়ে থাকেন এই চাঁদাবাজরা। এতেই শেষ নয় জরিমানার টাকা না দিতে চাইলে চালক দের উপর শারিরীক ও মানসিক নির্যাতন চালায় চাঁদাবাজরা।
চাঁদাবাজদের নির্দেশে প্রতিমাসে ৪ থেকে ৫ দিন বাধ্যতা মূলক গাড়ি বন্ধ রেখে চালক এবং মালিকদের নিজ খরচে তাদের মিটিং মিছিলে যেতে হয় ।
সম্প্রতি চার টি বড় ধরনের দুর ঘর্টনা ঘটেছে একটিতেও পলাশের কোন প্রকার সাহায্য সহযোগিতা পাওয়া যায় নাই । অথচ সাহায্য সহযোগিতার কথা বলে প্রতিদিন আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে আমাদের কষ্টের উপার্জিত অর্থ ।
আমরা চাঁদা দিতে না চাইলে একজন শ্রমিক নেতার হুুকুমে আমাদের ব্যাটারি চালিত অটো রিক্সা ইজি বাইক বন্ধ করে দেয়ার হুুমকি দেয় ।
সড়কে অটো রিক্সা ইজিবাইক চালাতে হলে তাদের কাছ থেকে ৬হাজার ৫শ টাকা মূল্যের টোকেন নিতে হয় । আমরা আর কোন চাঁদাবাজ কে চাঁদা দিতে চাইনা জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি অচিরেই যেনো আমাদের এই চাঁদা দেয়া বন্ধ হয় ।
কয়েকদিন আগে ফতুল্লা মডেল থানার অফিসার ইনর্চাজ শাহ মোঃ মঞ্জুর কাদেরর নির্দেশে ইজি বাইকে চাঁদাবাজী বন্ধে ফতুল্লার পঞ্চবটি এলাকায় অভিযান চালায় ফতুল্লা মডেল থানার পুলিশ। এসময় চার চাঁদাবাজ কে চাঁদাবাজীর অর্থ ও রশিদ সহ গ্রেফতার করে পুলিশ । পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চাঁদাবাজের মূল হোতা আজিজুল ।
রবিবার পাগলা নয়ামাটি সিসিলি কমিউনিটি সেন্টারে ইজিবাইক মালিক শ্রমিক কর্তৃপক্ষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। এতে প্রায় ৪শতাধিক ইজি বাইকের মালিক এবং চালকরা উপস্থিত ছিলেন ।
সাংবাদিকদের সাথে কথা বলেন, মাহাবুব ,শফি ,সামাদ ,বাবু,রাজীব । এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।