নিজস্ব প্রতিবেদক:
শিক্ষা ও প্রগতির জন্য আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে গড়ে উঠা নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর সামাজিক সংগঠন-‘আলোকিত বক্তাবলী’র নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে ৭টি সংগঠন।
পৃথক পৃথকভাবে দেয়া ওই ৭টি সংগঠন ও নেতারা বিবৃতিতে সংগঠনটির সাফল্য কামনা করেন। তারা বলেন, মাদক নির্মূল, সন্ত্রাসদমন, সামাজিক শান্তিÑশৃঙ্খলা বজায় রাখা সহ শিক্ষাবিস্তার সহ নানা উন্নয়ণমূলক কর্মকান্ডের মাধ্যমে অতীতের মতো ভবিষ্যতেও সংগঠনটি এতদ অঞ্চলে তাদের গতিশীল ভূমিকা রাখবে।
একইসাথে বিবৃতিতে তারা নবনির্বাচিত সভাপতি আব্দুল বারেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
আলোকিত বক্তাবলীতে অভিনন্দন জানিয়ে বৃহস্পতিবার (৩০ আগস্ট) গণমাধ্যমে বিবৃতি দেয়- জেলা আইনজীবী সমিতির কয়েকজন আইনজীবী, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগ, বক্তাবলী ইউনিয়ন যুবলীগ, বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মূল কমিটি, বক্তাবলী ফাউন্ডেশন, বক্তাবলী পরগণা মুক্তিযুদ্ধে শহীদ পরিবার সংগঠন, জেলা আইনজীবী সহকারী সমিতি ও বধ্যভূমি ৭১।
কমিটিকে অভিনন্দন জানান-আইনজীবী সমিতির সহসভাপতি এড. মো: আজিজ আল মামুন, কোষাধ্যক্ষ এড. মো: নুরুল আমিন মাসুম, সদস্য মো: এনামুল কবির খাঁন ও মাসুদ পারভেজ।
জেলা আইনজীবী সহকারী সমিতি পক্ষে বিবৃতিতে সাক্ষর করেন-সমিতির সভাপতি মো: হামিদুর রহমান, সহসভাপতি আল আমিন, সহসভাপতি মো: সারোয়ার ইসলাম, কোষাধ্যক্ষ মো: খুরশিদ আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান রনি, সহসাধারণ সম্পাদক কাউসার খাঁন ও প্রচার সম্পাদক ওমর ফারুক মৃধা।
অন্যদিকে বক্তাবলী ইউয়িন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বক্তাবলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলীম, বক্তাবলী ইউনিয়ন মাদক নির্মূল কমিটির সভাপতি মো: আনোয়ার হোসাইন, বক্তাবলী ফাউন্ডেশনের সভাপতি মো: সারোয়ার ইসলাম, বক্তাবলী পরগণা মুক্তিযুদ্ধে শহীদ পরিবার সংগঠনের সভাপতি মো: আলী হোসেন, বধ্যভূমি ৭১ এর সাধারণ সম্পাদক সৈয়দ হোসেন নিজ নিজ সংগঠনের পক্ষে স্বাক্ষর করে বিবৃতি পাঠান।