সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে খাবার পানির সংকট সমাধানে নাসিক প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতির নিজস্ব অর্থায়নে ৬নং ও ১০নং ওয়ার্ডে ৫টি পাম্প বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) সকালে নাসিক ১০নং ওয়ার্ডের গোদনাইল বাগপাড়া এলাকায় স্থানীয় এলাকাবাসীদের সাথে নিয়ে ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন সেই পাম্প বসানোর কাজ উদ্বোধন করেছেন।
১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকন জানায়, ৬নং ও ১০নং ওয়ার্ডে এলাকাবাসীর খাবারের পানি সংকটের কথা চিন্তা করে নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-২ আলহাজ্ব মতিউর রহমান মতি ভাই তার নিজস্ব অর্থায়নে এ দু’টি ওয়ার্ডে ৫টি পানির পাম্প দিয়েছেন।
এরমধ্যে আমার ওয়ার্ডের জন্য ২টি পাম্প দিয়েছেন। পাম্পগুলোর পাইপ ৪ ইঞ্চি বুরিং এবং ৫’শ ফুট দৈঘ্যের। প্রতিটি পাম্প দেড় লাখ টাকা মূল্যের। এ পাম্প গুলো বসানোর ফলে এ দু’টি ওয়ার্ডের বাসিন্ধারা খাবার পানি সংকট থেকে পরিত্রান পাবে বলে আশা করছি।
এসময় উপস্থিত ছিলেন, ১নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজ সেবক মো: সাব্বির প্রধান, সোলেমান, বাবুল মৃধা, আবুল কালাম, শামীম ও নোমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।