আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতির জনকের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বন্দরে ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগের শোক সভা

জাতির জনকের

জাতির জনকের

বন্দর প্রতিনিধি:
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল এবং গনভোজন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে একরামপুর এলাকায় বন্দর ২৩ নং ওয়ার্ড জাতীয় শ্রমিকলীগের উদ্যোগে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহামুদ। তবে শুক্কুর মাহামুদ অনুষ্ঠানস্থলে বেশিক্ষন সময় দেননি। অন্যত্র আরেকটি অনুষ্ঠান থাকায় তিনি শুধু আয়োজকদের সাথে দেখা করে চলে যান।

নারায়ণগঞ্জ জেলা জাতীয় শ্রমিকলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ বোরহান মিয়ার সভাপতিত্বে শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মাইনুদ্দিন আহাম্মেদ বাবুল।

শোক সভায় আরও বক্তব্য রাখেন ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা মোঃ লিটন, সাবেক ছাত্রলীগ নেতা মাইকেল বাবু,
শোক সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ন কবীর মৃধা, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি শহিদুল্লাহ, অর্থ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, ২৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা মহসিন প্রধান, বন্দর থানা সমিতির কৃষি বিষয়ক সম্পাদক হাজী শাহআলম, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা কিতাব আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ড শ্রমিকলীগ নেতা সগির আহাম্মদ ডালিম, ফরিদ উদ্দিন, হাসান, জহিরুল ইসলাম, মনির, কবির, সুমন, ইদ্রিস আলী, রনি, রবি ভূইয়া, আলাউদ্দিন, মোঃ সহিদ, রবি আলম, রিপন, সেলিম, দেলোয়ার, মজিবুর রহমান, আশাবউদ্দিন, মতিন, সুরুজ, জলিল, আলাউদ্দিন সিকদার দিপু, তানজিনা আক্তার, মুন্নী আক্তার, নাজমা বেগম, জুয়েল, সাগর, তুরাগ ভূইয়া ও সেলিম রেজাসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শোক সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারে বিদেহী আত্মার শান্তি কামনা করে আরসিম জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি মাহাবুবুল আলম দোয়া পরিচালনা করেন।