আজ বৃহস্পতিবার, ৩০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএনপির নেতাদের বিরুদ্ধে মামলা দায়েরে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির নেতাদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ আড়াইহাজার থানার সকল বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল আলম ইমন, মিরাজ হোসেন ও শাহাদাত হোসেন ভূইয়া।

বুধবার গণমাধ্যমে পাঠানো একটি লিখিত বিবৃতিতে তারা উল্ল্যেখ করেন, পুলিশ বিনাউস্কানিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি লুৎফর রহমান আবদু, থানা যুবদলের আহবায়ক জুয়েল আহম্মেদ ও যুবদল নেতা নাজমুল হাছান বাচ্চুসহ থানা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নামে গত বৃহম্পতিবার(২৩’আগষ্ট) রাতে পুলিশ বাদী হয়ে সাজানো একটি মিথ্যা মামলা দায়ের করে।

ওই দিন যারা ঘটনাস্থলেই ছিলেন না, মামলায় তাদের নামও রয়েছে। এসব করে বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখা সম্ভব হবে না। অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দায়েরকৃত মিথ্যা মামলাটি প্রত্যাহার করতে হবে। পুলিশের এমন নেক্কারজনক ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা মোঃ রিয়াজুল আলম ইমন, মিরাজ হোসেন ও শাহাদাত হোসেন ভূইয়া তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।