নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে। বুধবার (১৫ আগষ্ট) দিনব্যাপী সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডেই জাতীর জনকের শাহাদাত বার্ষিকী পালন করেন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমান সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডের শোক দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ২নং ওয়ার্ড এলাকা থেকে তার এই কর্মসূচি শুরু হয়। পরে পর্যায়ক্রমে সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করেন। প্রতিটি ওয়ার্ডে এসময় দোয়া মাহফিলের পাশাপাশি দুস্থ ও গরীবদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এরপর বেলা ১টায় নাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী যুবলীগ সভাপতি মতিউর রহমান মতির কার্যালয়ে আয়োজিত এক দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। দোয়ামাহফিলে ১৫ আগষ্টে নিহত বঙ্গবন্ধু ও উনার পরিবারের সদস্যসের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
দোয়া করা হয় বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনার জন্য। পরে সংসদ সদস্য শামীম ওসমান উপস্থিত নেতাকর্মীদের নিয়ে এক সাথে দুপুরের খাবার খান নাসিক ৬নং ওয়ার্ড কার্যালয়ে। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগ সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, সহ-সভাপতি রিয়াজউদ্দিন রেনু, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগ সভাপতি মতিউর রহমান মতি, নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুল হক হাসান, নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লাসহ অনেকে।