আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজারে এবার চুরি হয়েছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একটি মোটরবাইক। এনিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, চলতি বছর প্রায় অর্ধশতাধিক মোটরবাইক বিভিন্ন এলাকা থেকে চুরি হয়েছে।
এ ঘটনায় সাধারণ ডাইয়েরী বা মামলা করা হলে পুলিশ একটি মামলায়ও সুরাহা করতে পারেনি বলে অভিযোগ উঠেছে। ছাত্রলীগে নেতা সোহেল ভূঁইয়া অভিযোগ করেন, তিনি আড়াইহাজার পৌরসভাধীন আর্সেনিক অফিসের পাশেই একটি ভবনে ভাড়ায় থাকেন।
সোমবার রাতে ওই বাসার গেইটের ভিতরে থাকা তার বাইকটি চুরি হয়ে যায়। যাহার নং-ঢাকা মেট্রো-২৪-২৬৪৪। এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তবে পুলিশ বাইকের কোন হদিসই পাচ্ছে না। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকা থেকে এমন অসংখ্য মোটরবাইক চুরির ঘটনা ঘটেছে।
কিন্তু পুলিশের কাছে ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেওকোন প্রতিকার পাচ্ছে না। দিনের পর দিন এলাকায় বাইক চুরির ঘটনা ঘটছে। এতে মোটরবাইক মালিকরা আতংক রয়েছেন। আড়াইহাজার থানার ওসি এম এ হক বলেন, মোটরবাইক চুরির বিষয়টি নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। আড়াইহাজারে কয়েকটি সিন্ডিকেট এ বাইক চুরির সাথে জড়িত রয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। তবে খুব দ্রুতই পুরো চক্রটি ধরতে সক্ষম হব।