আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে দিনে-দুপুরে মটর সাইকেল চুরি,থানায় অভিযোগ

মটর সাইকেল চুরি

মটর সাইকেল চুরি

সোনারগাঁ প্রতিনিধি:

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুর এলাকা থেকে দিনে দুপুরে মটরসাইকেল চুরি হয়েছে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন দলিল লেখক মাসুদুর রহমান।

অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ৬ আগষ্ট ২০১৮ ইং তারিখে সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে আমার বসত বাড়ির গেইটের সামনে থেকে মটর সাইকেলটি চুরি হয়ে যায়। যার রেজিঃ নাম্বার ঢাকা মেট্রো-হ-৪৫-৪৫৫৯,চেসিস নাম্বার গইখঔঅ০৬ঊতঈএএ০০৫৩৩, ইঞ্জিন নাম্বার ঔঅ০৬ঊঋঈএএ০০১৩৩ গাড়িটি রেখে বাসায় গিয়ে ১০.৪৫ মিনিটের দিকে এসে গাড়িটি দেখতে না পেয়ে অনেক খোজাখুজি করার পর কোন সদ্ধান পাইনি। পরবর্তীতে সোনারগাঁ থানায় এসে অজ্ঞাত চোরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন।

দিনের বেলায় নিজের বাড়ির সামনে থেকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকার শান্তি প্রিয় মানুষ আতঙ্ক বিরাজ করছে।এলাকায় পুলিশের টহল বৃদ্ধি করে জনগণের জান মালের নিরাপত্তা বিধানে স্থানীয় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবী জানিয়েছেন এলাকার সাধারণ জনগণ।