আজ বুধবার, ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে চালকদের সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক

সিদ্ধিরগঞ্জে ট্যাংকলরী শ্রমিক

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জে বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-বি-১৭৫৩) চালকদের উদ্দেশ্যে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টায় নাসিক ৬নং ওয়ার্ডের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় পদ্মা ডিপো গেইটের সামনে পদ্মা ডিপো ট্যাংকলরী মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, গোদনাইল পদ্মা ডিপো ইউনিটের সভাপতি মো: জাহিদ হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মতিন মুন্সি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম, সদস্য মন্ডল মো: মহিউদ্দিন সানী, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন গোদনাইল মেঘনা ডিপো শাখার সাধারন সম্পাদক আব্দুল আজিজ, ট্যাংকলরী মালিক সমিতি গোদনাইল পদ্মা ডিপো শাখার নেতা সাইজউদ্দিন মাদবর, হাজী ফজলুল হক মনি, সাব্বির আহামেদ।

এসময় বক্তারা ট্যাংকলরী চালকদেরকে উদ্দেশ্য করে বলেন, প্রত্যেকের ড্রাইভিং লাইসেন্স এবং গাড়ীর কাগজপত্র নিয়ে গাড়ী চালাবেন। গাড়ী চালানোর সময় সতর্ক হয়ে গাড়ী চালাবেন। মনে রাখবেন যেন আপনাদের বেপরোয়া গাড়ী চালানোর সময় যাতে কোন মানুষ প্রাণ না হারায়।

অপরদিকে শ্রমিক নেতারা সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফা দাবীর মধ্যে ১টিতে আপত্তি রয়েছে। আমরা সরকারকে বলতে চাই, ফাঁসির বিধান রেখে আইন পাস করা হলে ট্যাংকলরী সহ সকল পরিবহন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মজিবুর রহমান মেম্বার, আমানুল হক মন্ডল, মোফাজ্জল হোসেন, সালাউদ্দিন, শাহজাহান, আ: রব মন্ডলসহ প্রমূখ।