নিজস্ব প্রতিবেদক:
বন্দর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সুর্বনা পন্ডিত বলেছেন, অটিজম এখন আমাদের সমাজে কোন বোঝা না। তাদেরকে যদি আমরা ভালো করে দেখাশোনা করি তাহলে তারা এ সমাজকে অনেক কিছু দিতে পারবে। তাই অভিভাবক ও স্কুলের শিক্ষকদের প্রতি আহ্বান রইলো তাদেরকে যেন যতœশীল হয়ে পাঠ্যদান করেন।
শনিবার সকালে বন্দর ফরাজিকান্দা এলাকায় হাসিনা অটিজম চাইল্ড কেয়ার স্কুলে ছাত্রছাত্রীদের মাঝে থেরাপি মেশিন, হুইল চেয়ার ও খেলনা সামগ্রী হস্তান্তর উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে অটিজমদের প্রতি সহনশীল হয়ে মানবিক দিক বিবেচনা করে বিভিন্ন সংস্থার মাধ্যমে অটিজমদের সহায়তা করছে। যা একটি প্রশংসনীয় উদ্যোগ। তার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ বিভিন্ন রাষ্ট্রে ঘুরে বেড়াচ্ছেন কিভাবে বাংলাদেশে অটিজমদের সহায়তা কর যায় সেজন্য কাজ করছেন। তিনি বিদেশ থেকে অনুদান এনে তিনি দেশে অটিজমদের সহায়তা করে যাচ্ছেন। তাই অটিজমরা এখন আর পিছিয়ে নেই। তারাও শিক্ষাদিক্ষা গ্রহন করে দেশের উন্নয়নের অগ্রযাত্রায় অংশগ্রহন করছে। অতএব সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান রইলো, তারা যেন অটিজমদের সহায়তায় এগিয়ে আসে। আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সরকারীভাবে তাদেরকে সহায়তা করতে সকল প্রচেষ্টা অব্যাহত রাখবো।
মহানগর শ্রমীকলীগের সভাপতি ও অটিজম প্রতিষ্ঠানের সভাপতি মোঃ কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, হাসিনা অটিজম চাইল্ড কেয়ার স্কুলের অধ্যক্ষ হাসিনা রহমান শিমু, শিক্ষিকা সানজিদ আরা, তাহমিনা বেগম, হোসনে আরা, স্থানীয় পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ হানিফ মিয়া, সমাজ সেবক মোঃ হাসান, হ্যাভেন চাইল্ড কেয়ারের শিক্ষিকা সাদিয়া রহমান, কলাগাছিয়া ইউপি জাপা’র সভাপতি আব্দুস সালাম প্রমুখ।