আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যু বার্ষিকীতে বিএনপির শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

শ্রদ্ধাঞ্জলি

রূপগঞ্জ প্রতিনিধি : আমার নেতার রাজনীতি ছিল সৎ ও নিরহংকার। তিনি বেঁচে নেই। আদর্শ ও নীতি বেঁচে থাকবে। আজও আমিসহ রূপগঞ্জের হাজার হাজার নেতা-কর্মীসহ সমর্থকরা কাঁদেন। শ্রদ্ধাভরে স্মরণ করে তার রাজনৈতিক আদর্শ। বিএনপি রূপগঞ্জে শক্ত অবস্থানে আছে, ছিল থাকবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকার কৃতি সন্তান প্রায়াত আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরীরর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে তার সমাধীতে ফুলের শ্রদ্ধাঞ্জলী ও মোনাযাতে অংশ নিতে এসে এসব কথা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনিরুজ্জামান মনির।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক টেলিযোগাযোগ ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেতা-কর্মীরা সমাধীতে ফুলের শ্রদ্ধাঞ্জলী শেষে, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অংশ নেন।

শনিবার সকাল থেকেই দুপুর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের উদ্যেগে কাঞ্চন পৌরসভার কেন্দুয়া এলাকায় প্রয়াতমন্ত্রীর বাসভবনের পাশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রয়াত মন্ত্রীর কবরে নেতা কর্মীদের নিয়ে ফুল দিয়ে মৃত্যু বার্ষিকীতে যোগদেন জাতীয়তাবাদী বিএনপির যুবদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক বাছির উদ্দিন বাচ্চু, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার ছাদাত ছায়েম, সাধারন সম্পাদক মাহাবুবুর রহমান মাহাবুব, কেন্দ্রীয় যুবদল নেতা আশরাফুল হক রিপন, ছাত্রদল নেতা এ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমন, ভোলাব ইউপি  চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু। রূপগঞ্জ থানা তাঁতী দলের সভাপতি মজিবুর রহমান মোল্লা, ওলামা দলের সভাপতি মাওলানা জাকারিয়া মোল্লা, কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, মহিলা দলের সভাপতি হাওয়া বেগম, তারাব পৌর যুবদল নেতা, জাকির হোসেন রিপন, হাফেজ আহাম্মেদ, চন্দন ফকির, ভূট্টু মিয়া।

রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা হাজী আবু মোহাম্মদ মাসুম, আজিম সরকার প্রায় ৮০০ শতাধিক ছাত্রদলের নেতা-কর্মী নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্বরাষ্ট্র, ডাক টেলিযোগাযোগ ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নেতা-কর্মীরা সমাধীতে ফুলের শ্রদ্ধাঞ্জলী শেষে, মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অংশ নেন।

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মেহেদী হাসান রিপন, কাজী শান্ত, আকিব হাসান আকিব, আহাম্মেদ রাজিব, সুলতান মাহাম্মুদ, মশিউর রহমান টিপু, মোদাচ্ছের মোল্লা, ওমর ফারুক আপন, শফিক মিয়া, কাজী শামিম, বোরহান উদ্দিন রনি, রিপন আকন্দ, মামুন রহমান, আল-আমিন, সাজেদুল শরিফ, শাহপরান, সজল মিয়া, জিন্নত আলী, আফজাল কবির, দেলোয়ার হোসেন, নাছিম ভুইয়া, গোলজার হোসেন, ইসমাইল মামুন, নাহিদ হাসান, ওমর হোসেন, সফিকুল ইসলাম প্রমূখ।

উল্লেখ্য, ২০১২ সালের ৪ আগস্ট সাবেক স্বরাষ্ট্র, ডাক টেলিযোগাযোগ ও বস্ত্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী রাজধানীর সিদ্ধেরশরীর মনোয়ারা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। তিনি ৩বার সংসদ সদস্য ছিলেন। তিনি ৩বার মন্ত্রী পরিষদের সদস্য ছিলেন।#