আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল হকের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল হকের দাফন সম্পর্ণ

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল হকের দাফন সম্পর্ণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য সিরাজুল হক ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি ১ ছেলে ২ মেয়ে রেখে গেছেন। শুক্রবার বাদ আছর রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের পশ্চিমগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিরাজুল হকের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

জানাযার নামাজে অংশ নেয় নারায়নগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ভুঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল মোতালিব, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা মতি আকন্দ, আজমত আলী, মানজারি আলম টুটুল, আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, তাবিবুল কাদির তমাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, তারাব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর আনোয়ার প্রমুখ। আওয়ামী লীগ নেতা সিরাজুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী। তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য মরহুম সিরাজুল হকের কফিনে  ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। জানাযার নামাজ শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়।