নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা বেগম বলেছেন, কলেজ লাইফ বিনামূল্যে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন করে সামাজিক দায়িত্ব পালন করছে যা মহৎ ও ভাল কাজ। সকল সংগঠনের উচিত পরিবেশ রক্ষার্থে ও মানুষের জীবন বাঁচাতে বেশী বেশী গাছের চারা লাগানো কর্মসূচী গ্রহন করা।
তিনি আরও বলেন বিশ্বে প্রাকৃতিক দূর্যোগ এক সময় মহামারী আকার রুপ ধারন করবে। এটির হাত থেকে রক্ষা পেতে হলে আগে থেকে ব্যবস্থা গ্রহন করতে হবে।এজন্য উত্তম ব্যবস্থা হচ্ছে বৃক্ষরোপন করা। সিএলবি পরিচালিত শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কলেজ লাইফ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে বিনামূল্যে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বুধবার (১লা আগষ্ট) সকালে সস্তাপুর কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে সংগঠনের সভাপতি সাংবাদিক শহীদুল্লাহ রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর নৃপেন্দ্র নাথ ভদ্র, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার গোপীনাথ দাস, এসবি ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এসবি শাহীন সরকার, সদর উপজোলা বিআরডিবি কর্মকর্তা বেলাল হোসেন,কমর আলী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের গর্ভানিং বডির সদস্য মোঃ শাহ আলম, নিউজএটুজেড২৪.কমের সম্পাদক রফিকুল্লাহ রিপন প্রমুখ।
উপস্থিত ছিলেন, কমর আলী হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক আব্দুল জলিল,প্রভাষক আল মামুন, সংগঠনের প্রধান উপদেস্টা রিচাডস সৌরভ দেউড়ী, সহ সাধারন সম্পাদক গাফফার হোসেন লিটন, সাংবাদিক মোঃ সুলতান, শরিফুল ইসলাম, আব্দুর রহমান প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাফফার হোসেন লিটন। পরে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে গাছের চারা বিতরন ও বৃক্ষরোপন করেন অতিথিবৃন্দ।
গাছের চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফেঁটে পড়ে এবং এমনি একটি পরিবেশ সৃস্টি করে যা সকল শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ উৎসবে ধারন করে তোলে।