আজ শুক্রবার, ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে :মেয়র হাছিনা গাজী

শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে

 

শেখ হাসিনার নেতৃত্বে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে

সংবাদচর্চা রিপোর্ট:

তারাব পৌরসভার অনলাইন ট্রেড লাইসেন্স প্রদানের  উদ্বোধন করা হয়েছে। ৩১ জুলাই তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে  এ কার্যক্রমের  উদ্বোধন করেন ।

প্রধান অতিথির বক্তৃতায় মেয়র হাছিনা গাজী বলেন,বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিপ্লব ঘটেছে। দেশের মানুষ আজ ঘরে বসে থেকেই অর্থ ইনকাম করছে। এটা শুধু জাতির জনকের কন্যার দ্বারাই সম্ভব হয়েছে। দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশ বাসিকে আবার নৌকায় ভোট দিতে হবে।

এ সময় অন্যান্যের মধে উপস্থিত ছিলেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, সচিব তাজুল ইসলাম,কাউন্সিলর মনির হোসেনসহ অ‌নে‌কে।

এছাড়া  তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী গতকাল সকালে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদের সাথে তারাব পৌরসভার উন্নয়ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।