আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে মডেল কন্যার লাশ উদ্ধার

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে

তালাবদ্ধ ফ্ল্যাট থেকে

নিজস্ব প্রতিবেদক:

তালাবদ্ধ একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা (২৫) নামে এক মডেল কন্যার লাশ উদ্ধার করেছে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ। মাহমুদার বাবার নাম আক্কাছ আলী। মা সুফিয়া বেগম। সোমবার ৩০ জুলাই  রাতে সদর উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিন তলার ভবনের নিচ তলার ফ্ল্যাট বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়াস্থ টপ টেন এর সেলস গার্ল ছিল। এছাড়া সে মডেলিং ও শর্ট ফিল্মে অভিনয় করত বলে জানা যায়। এক সন্তানের জননী মাহমুদার আগের সংসার ভেঙ্গে গেলে শহরের নাগ বাড়িতে বাবার বাড়িতে বসবাস শুরু করে। মাহমুদার বাবা আক্কাছ আলী নাগবাড়ি এলাকায় অবস্থিত ডায়াবেটিস হাসপাতালে দারোয়ানের চাকরি করেন।। তাদের গ্রামের বাড়ি ময়মনসিং এর হালুয়া ঘাট উপজেলায়।

বাড়ির মালিকের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ফ্ল্যাটের বাইরে থেকে তালাবদ্ধ ছিল। তবে সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হলে ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে নারীর লাশ উদ্ধার করে। যেহেতু লাশটিতে পঁচন ধরে গেছে তাই সঠিক ভাবে বুঝা যাচ্ছে না কিভাবে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তিনি আরো জানান, এটা আত্মহত্যা না হত্যা এখনও বুঝা যাচ্ছে না। তবে ওই নারীর স্বামীকে খোঁজা হচ্ছে।