নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহা পরিচালক লিয়াকত আলী লাকী বলেছেন,দেশের ১৬কোটির ৪৫ ভাগই শিশু। কাজেই শিশুদেরকে পরিচর্যা করলে দেশ উন্নতির শিখরে পৌঁছবেই। শিশুদের নিয়ে ইউনিসেফের যে কনসেপ্ট তা নিঃসন্দেহে প্রশসংসার দাবীদার। আমরা ইউনিসেফের এ উদ্যোগকে স্বাগত জানাই।
সোমবার রাতে বাংলাদেশ শর্টফিল্ম ফোরামের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ইউনিসেফের সহযোগিতায় আয়োজিত ৪দিন ব্যাপী ‘‘ শিশুদের জন্য ‘‘ওয়ান মিনিট জুনিয়র ভিডিও ওয়ার্কশপ’’এ অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণীতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। লিয়াকত আলী লাকী আরো বলেন,শিশুদেরকে মাঝেই আমরা ভবিষ্যত দেখতে পাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। ওয়ান মিনিট জুনিয়র ভিডিও প্রজেক্ট তারই বর্হিঃপ্রকাশ।
ওয়ান মিনিট জুনিয়র ভিডিও প্রজেক্ট এর কো-অর্ডিনেটর মৃদুল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দেশ বরেণ সাংস্কৃতিক ব্যাক্তিত্ব,প্রযোজক পরিচালক বীরমুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসূফ বাচ্চু।
উল্লেখ্য,‘‘ওয়ান মিনিট জুনিয়র ভিডিও ওয়ার্কশপ’’-এ দেশের ৩৯টি জেলার কালচারাল অফিসার ও চলচ্চিত্র নির্মাতারা অংশ নেন। নারায়ণগঞ্জ জেলার পক্ষে মিডিয়া ভিশন কালাচারাল একাডেমীর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির আহমেদ সেন্টু প্রতিনিধিত্ব করেন।