আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

না’গঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের প্রস্তুতি সভা

প্রজন্মলীগের প্রস্তুতি সভা

প্রজন্মলীগের প্রস্তুতি সভা

 

নিজস্ব প্রতিবেদক:
আগামী ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা করেছে নারায়ণগঞ্জ মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ। শুক্রবার (২৭ জুলাই) জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যুগ্ম সাধারন সম্পাদক কায়কোবাদ রুবেল।
প্রধান অতিথির বক্তব্যে কায়কোবাদ রুবেল বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচন দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহন করবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে তৃণমূল ও অঙ্গসংগঠনকে আরো অনেক বেশি শক্তিশালী ও সুসংগঠিত করে গড়ে তুলতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরতে হবে। সংসদ নির্বাচনে কে প্রার্থী হবে কাকে মনোনয়ন দেয়া হবে তা নির্ভর করবে সম্ভাব্য প্রার্থীদের যোগ্যতা ও সরকারী গোয়েন্দা সংস্থার রির্পোটের উপর ভিত্তি করে। তাই প্রধানমন্ত্রী যাকেই মনোনয়ন দিবেন তাকে নিয়ে আমাদের কাজ করতে হবে।
তিনি বলেন, জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে, এ দেশ স্বাধীন হত না। সুতরাং বাংলাদেশ মানে মুজিব আর মুজিব মানে বাংলাদেশ। তাই বঙ্গবন্ধু’র আদর্শকে বুকে ধারন করে এগিয়ে যেতে হবে। সোনার বাংলা দেশ গড়ার মাধ্যমে তার স্বপ্নকে বাস্তবায়িত করতে হবে।
সভা উপস্থিত ছিলেন, মহানগর শ্রমিকলীগের কার্যকরি সদস্য হোসেনোজ্জামন মান মুরাদ, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি মোজাম্মল হোসেন মুন্না, সহ সভাপতি ফাহিমা আক্তার লুবনা, সাধারন সম্পাদক গোপাল দাস, যুগ্ম সাধারন সম্পাদক মীর্জা শামীম, সাংগঠনিক সম্পাদক স্বজল সাহা, সহ সাংগঠনিক সম্পাদক রোমান মিয়া, আরাফাত হোসেন রিফাত, প্রচার সম্পাদক পাভেল হোসেন উজ্জল, সহ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আল আমিন, সহ শ্রম বিষয়ক সম্পাদক দীল মোহাম্মদ, দপ্তর সম্পাদক রাজীব, সহ দপ্তর সম্পাদক মিঠু দাস ও কার্যকরি সদস্য আমির হোসেন সহ আরো অনেকে।