আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

লক্ষণখোলায় দু’ নৈশপ্রহরী খুনের ঘটনায় অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

লক্ষণখোলায় দু’ নৈশপ্রহরী

লক্ষণখোলায় দু’ নৈশপ্রহরী

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের লক্ষণখোলায় দুই নৈশপ্রহরী খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে লক্ষণখোলা মাদ্রাসা রোডের দোকানদারবৃন্দ ও এলাকাবাসী।

সোমবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-মদনগঞ্জ মহাসড়ক অবরোধ করে এ কর্মসূচী পালণ করে। এলাকার শত শত নারী পুরুষ এতে অংশ নেয়। কর্মসূচী চলাকালে ওই রুটে প্রায় ১ঘন্টা যান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়। এ সময় অংশগ্রহণকারীরা নানা শ্লোগানে মুখরিত করে বিক্ষোভে ফেঁটে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ আবু সুফিয়ান,বন্দর থানার অফিসার ইনচার্জ একেএম শাহিন মন্ডল,ধামগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ কুতুবউদ্দিন ও বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসাইন বিক্ষুদ্ব জনতাকে আশ^স্ত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ ও পুলিশের আশ^াসে এলাকাবাসী নিহতদের রুহেরর মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচীর সমাপ্তি করেন।

সূত্র মতে,দক্ষিণ লক্ষণখোলা মাদ্রাসা বাজার সংলগ্ন মার্কেটের বিসমিল্লাহ ব্যাটারী ষ্টোরের মালিক উত্তর লক্ষণখোলা এলাকার মৃত হাজী মোঃ হাকিম খানের ছেলে হাজী মোঃ আলমগীর,সততা ব্যাটারী মেলার মালিক আমির হোসেন ও সততা ব্যাটারী সার্ভিসিংয়ের মালিক আয়নাল হক শুক্রবার পৌণে ১২টায় তাদের স্ব স্ব দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যায়। রাত সোয় ১টায় ওই মার্কেটের চা দোকানী দুই নৈশপ্রহরীকে ডিউটিরত অবস্থায় দেখে বাড়িতে চলে যান।

ভোর ৫টায় বাজারের ঝাড়–দার দক্ষিণ লক্ষণখোলা এলাকার হাসেম মিয়ার ছেলে মনির ঝাড়– দিতে এসে ব্যাটারী দোকানগুলোর টিনের বেড়া ভাঙ্গা দেখতে ভেতরে উঁকি দেয়। পরবর্তীতে নৈশপ্রহরী রায়হানের রক্ত মাখা মাথায় জখম দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে আশ পাশের লোকজন জড়ো হয়ে অপরাপর প্রহরী মোতালেবকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ব্যাটারী দোকানীরা ঘটনাস্থলে হাজির হয়ে তাদের দোকানের গর্দা,ব্যাটারী,লিক,আইপিএস মেশিন,পাওয়ার প্লাস,অটোরিকশার চার্জার,ডিনজং,ডিনজিংসহ প্রায় ২৭ লক্ষাধিক টাকার মালামাল খোঁয়া দেখতে পান।

এ ব্যপারে বন্দর থানার ওসি শাহীন মন্ডল ঘটনার সত্যতা স্বীকার করে জানান,শুক্রবার গভীর রাতে ১০/১২জনের একটি অজ্ঞাতনামা ডাকাত দল ট্রাকযোগে উপজেলার লক্ষণখোলা মাদরাসা মার্কেটের ব্যাটারির দোকানে হানা দেয়। এ সময় মার্কেটের দুই নৈশপ্রহরী বাধা দিলে ডাকাতরা দুই নৈশপ্রহরীর হাত-পা বেঁধে এলোপাথাড়ি কুপিয়ে আলমগীর আর মোতালেব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এদিকে শনিবার রাতে বন্দর থানা পুলিশ লৌমহর্ষক এ ঘটনার ৩সন্দেহভাজনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে,বন্দরের দক্ষিণ লক্ষণখোলা এলাকার মৃত সেলিম সাউদের ছেলে অপু সাউদ(২৫),বন্দরের বঙ্গশাসন এলাকার মৃত আহাম্মদ আলীর ছেলে জাহের মিয়া(২৯) ও বন্দরের সোনাচোরা এলাকার মৃত আক্তার
হোসেনের ছেলে আলতাফ(২৮)।

আটককৃত ৩ জনের মধ্যে আলতাফ (২৮) ও অপু সাউদ (২৬) ডিবি কার্যালয়ে রয়েছে। অপর আটককৃত জাহের বন্দর থানা হেফাজতে রয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উদঘাটন করা হয়েছে। দোয়া পরিচালনা করেন লক্ষনখোলা দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শহিদুল ইসলাম শাহীন।