আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পৌর নির্বাচনে শেষ মূহুর্তের প্রচাণায় মুখরিত হয়ে উঠেছে নির্বাচনি এলাকা

আড়াইহাজারে পৌর নির্বাচনে শেষ মূহুর্তের প্রচাণায়

আড়াইহাজারে পৌর নির্বাচনে শেষ মূহুর্তের প্রচাণায়

আড়াইহাজার প্রতিনিধি:
অভিযোগ, শঙ্কা ও আশ্বাসের মধ্যেদিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুই পৌরসভায় দ্বিতীয় নির্বাচনের ভোটগ্রহণ হবে ২৫ জুলাই বুধবার। এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৮টি ওয়ার্ডে কেন্দ্রের ২০টি ভোটকক্ষে বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।

ব্যস্ত সময় পার করছেন মেয়র পদে ৪, সাধারণ পদে ৬৩ ও সংরক্ষিত নারী আসনে ২৩জন। প্রচারণা শেষ হবে সোমবার রাতে। সম্পর্কের দূরুত্ব কমাতে ভোটারদের যেখানেই পেয়েছেন, সেখানেই প্রার্থীরা জড়িয়ে ধরছেন। প্রতিশ্রুতির ফুলঝুঁড়ি দিয়ে শেষ মূহুর্তের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছিল নির্বাচনি এলাকা।

পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে চলছে শেষ মুহূর্তের প্রস্ততি। চলছে ব্যালট ও বাক্সসহ ভোটের যাবতীয় সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা। রিটার্নিং অফিসার ফয়সাল কাদের জানান, সুষ্ঠু ভোট আয়োজনে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা নিয়েছেন তারা। যে কোনো অনিয়ম হলে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে বলেছি। মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

সোমবার প্রচারণার শেষ মূহুর্তে এসেও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির প্রার্থীর মেয়র পারভীন আক্তার ও মুসফিকুর রহমান মিলন। অপরদিকে কোনো অভিযোগ বা শঙ্কা নেই জানিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সুন্দর আলী ও আব্দুল হালিম সিকদার সোমবার রাত পর্যন্ত প্রচারণা চালান। এছাড়াও দুই পৌরসভায় ৬৩ জন কাউন্সিলর প্রার্থী ও ২৩ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বি প্রার্থীরাও তাদের শঙ্কা প্রকাশ করেছেন।

প্রার্থীদের বিরুদ্ধে টাকা ওড়ানোর গুজব: আড়াইহাজার পৌরসভা ভোটের মাঠে উঁড়ছে টাকা। পাশাপাশি চলছে পেশিশক্তির মহড়া। এতে ভোট গ্রহণের মাহেন্দ্রক্ষণ যতই ঘনিয়ে আসছে, ততই ভোটারদের মধ্যে বাড়ছে শঙ্কা। এছাড়া কয়েক দিন ধরেই কালো টাকার মাধ্যমে ভোট কেনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন একাধিক প্রার্থী। নির্বাচনের আগের দিনের রাতকে ‘চাঁদরাত’ বলেও মন্তব্য করেছেন অনেকে।