আজ বুধবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ১ কেজি গাঁজাসহ আটক ১

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ আটক

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ আটক

 

নিজস্ব প্রতিবেদক:
সিদ্ধিরগঞ্জে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ বিল্লাল (৩৬) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৬:১৫ টায় সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা উত্তরপাড়া ভাঙ্গারপুল এলাকায় বিল্লালের হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।
আটককৃত বিল্লাল ঐ এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে।
সিদ্ধির থানার উপ-পরিদর্শক ইব্রাহিম পাটোয়ারি জানান, পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালীন সন্ধ্যায় বাজারের ব্যাগ হাতে বিল্লালকে বাসায় যাওয়ার পথে সন্দেহ হলে তার ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধিন রয়েছে।