আজ মঙ্গলবার, ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আন্দোলনের মুখে ড্রেজার কর্মচারীদের দাবি পূরণ

ড্রেজার কর্মচারীদের দাবি পূরণ

ড্রেজার কর্মচারীদের দাবি পূরণ

 

নিজস্ব প্রতিবেদক:
চাকুরীতে পুন:বহালের দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুলাই) বিক্ষোভ করেছে ড্রেজার কর্মচারীরা। সকাল ১১টায় ড্রেজার পরিদপ্তরের সকল কর্মচারীবৃন্দের ব্যানারে তারা বিক্ষোভ করে প্রকৌশলীর দপ্তরে আন্দোলনের মুখে ড্রেজার কর্মচারীদের দাবি মেনে নিল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ড্রেজার পরিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: সামসুদ্দিন আহমেদ।
আন্দোলনরত কর্মচারীরা দাবি জানান, বিগত দিনেও তাদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন হয়েছে। আজ অন্যায়ভাবে তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে। চাকুরীচ্যুত করার ফলে তাদের পরিবার ভীষণ ভাবে ক্ষতিগ্রস্থের সম্মখীন হয়ে পড়েছে। এ অন্যায় সিদ্ধান্ত কোন ভাবেই মেনে নেয়া হবে না। সকল ড্রেজার কর্মচারীদের চাকুরীতে পুন:বহাল করতে হবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের মাধ্যমে এ দাবি মেনে কর্তৃপক্ষকে বাধ্য করা হবে।
এরপর ড্রেজার আঞ্চলিক কমিটির সভাপতি মো: একরামুল হক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী লীগের সভাপতি ও ড্রেজার আঞ্চলিক কমিটির সাধারন সম্পাদক মো: সিরাজুল ইসলাম ও আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক মো: সালাউদ্দিন সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দরা প্রধান প্রকৌশলী মো: সামসুদ্দিন আহমেদের সাথে দেখা করেন। এময় তারা তাদের দাবি তুলে ধরা বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে প্রকৌশলীর দপ্তর থেকে ড্রেজার কর্মচারীদের চাকুরী পুন:বহালের ঘোষণা আসে।
তিনি বলেন, এর আগে ড্রেজার কর্মচারীদের দাবি নিয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের পরিচালক (ডিজি) মো: মাহমুদুর রহমানের সাথে আমরা কথা বলেছি, তিনি বলেছেন-অনিয়মিত সকল ড্রেজার কর্মচারীদের কাজে যোগ দিতে। শুধু তাই নয়, মাহমুদুর রহমান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ড্রেজার পরিদপ্তরের প্রধান প্রকৌশলী মো: সামসুদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছেন কর্মচারীদের দাবি মেতে নিতে। তারই নির্দেশে আজ কর্মচারীদের দাবি মেনে নেয়া হয়েছে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, ড্রেজার আঞ্চলিক কমিটির সভাপতি মো: একরামুল হক, কার্যকরি সভাপতি আলী হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী ফজলুর হক, আন্দোলনকারীদের প্রধান সমন্বয়ক মো: সালাউদ্দিন, মো: ববিউল, মো: দুলাল, তাহের, সাজু, মহসিন, ফারুক, শাহীন প্রমূখ।