নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জিহ্বা ও হাতের আঙ্গুল কাটা অবস্থায় সাবেক এক পুলিশ সদস্যকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সিদ্ধিরগঞ্জের মাদানী নগর মাদ্রাসার সামনে থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। সাবেক ওই পুলিশ সদস্যের নাম আঃ হালিম (৬০)।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার এস আই আবু বকর সিদ্দিক প্রত্যক্ষদর্শিদের বরাত দিয়ে জানান, বেলা সাড়ে ১১টায় অজ্ঞাত দুবৃত্যরা একটি মাইক্রোবাসে করে এনে আঃ হালিমকে এখানে ফেলে যায়। পরে আমি খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। এবং তার সাথে কথা বলে জানতে পারি আঃ হালিম সাবেক একজন কারারক্ষী। এবং বর্তমানে সে কুমিল্লা দেবীদ্বার থানার এলাহাবাদ ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার। পরে আমি ওই ইউনিয়নের চেয়ারম্যানের সাথে কথা বলে ওই ওয়ার্ডের মেম্বারের সত্যতা পাওয়া গেছে। তবে তার গ্রামের বাড়ি ও পরিপূর্ণ ঠিকানা পাওয়া যায়নি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।