বন্দর প্রতিনিধি:
বন্দরে নাশকতা মামলায় বন্দর থানা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন শিশির (৪০)কে গ্রেপ্তার করেছে বন্দর ফাঁড়ী পুলিশ।
শনিবার সন্ধ্যায় বন্দর বাজারস্থ তার বাটা সুরুম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ২১(২)১৮।
ধৃত ছাত্রদল নেতা শিশির বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের সাবদীস্থ আইসতলা এলাকার হাজী আমিন উদ্দিন মিয়ার ছেলে।
জানা গেছে, বিএনপি চেয়্রাপার্সন বেগম খালেদা জিয়ার দূনিতী রায়কে কেন্দ্র করে গত ৮ ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টায় নবীগঞ্জ বাসস্ট্যান্ড চৌরাস্তায় এলাকায় নাশকতা ও অন্তর্গাত মূলে কর্মকান্ড ৪৮ জনের নাম উল্লেখ্য করে এবং অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ১৫(৩)/২৫ (ঘ) তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরণ উপাদানাবলি আইনে (সংশোধণী)/০২ এর ৩/৬ ধারায় মামলা রুজু হয়। উক্ত মামলার এজাহার নামিয় ২৭নং আসামী বলে জানা গেছে।
পুলিশ গ্রেপ্তারকৃত ছাত্রদল নেতা শিশিরকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত গ্রেপ্তারকৃতকে জেল প্রেরণের নির্দেশ দেন।