নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আয়েশা আক্তার নামে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের পর দুইদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। অপহৃতা স্থানীয় কামরানীর চর এলাকার দিনমজুর জামালউদ্দিনের মেয়ে এবং স্থানীয় পাঁচগাও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় ছাত্রীর মা মাধবদী থানাধীন দস্তরদী এলাকার মৃত হযরত আলীর ছেলে শাহজালালসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে আয়েশা আক্তার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে আয়েশা ঘর থেকে বের হলে আগে থেকে ওঁৎ পেতে থাকা দুবৃর্ত্তরা তাকে মুখ চেপে ধরে তুলে নিয়ে যায়। এ ঘটনায় মাধবধী থানাধীন দস্তরদী এলাকার মৃত হযরত আলীর ছেলে শাহজালালসহ অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার জানতে চাইলে আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, অপহৃতাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে। আশা করছি খুব দ্রুতই উদ্ধার করা সম্ভব হবে।