আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ১১ প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

আড়াইহাজার ও গোপালদী পৌরসভা

আড়াইহাজারে ১১ প্রার্থীর

নিজস্ব প্রতিবেদক:

আড়াইহাজার উপজেলার দুটি পৌরসভার  নির্বাচনে কাউন্সিলর ও সংরক্ষিত নারী আসনে ১১জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

মঙ্গলবার  ৩ জুন  সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার জানান, আড়াইহাজার পৌরসভায় ৭জন কাউন্সিলর তাদের দাখিলকৃত মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এরা হলেন ৬নং ওয়ার্ডে নবী হোসেন, ৪নং ওয়ার্ডে মনির হোসেন, মনির হোসেন, আবুল হোসেন ও নুরুল হক সিকদার, ৩নং ওয়ার্ডে মোজামেল হক ও ৯নং ওয়ার্ডে নুরুল ইসলাম।

অপরদিকে গোপালদী পৌরসভায় ৩নং ওয়ার্ডে রিপন ভূঁইয়া, নারী আসনে ফরিদা, ৪নং ওয়ার্ডে স্বপন কুমার, ৫নং ওয়ার্ডে মাসুম প্রধান।

গোপালদী পৌরসভায় ভোটকেন্দ্রের সংখ্য ১১টি, এখানে ভোটার সংখ্যা ২৮,৩৫৭জন। এর মধ্যে এর মধ্যে নারী ভোটার ১৩,৭৩৯জন ও পুরুষ ভোটার ১৪,৫১৮জন। আড়াইহাজার পৌরসভায় কেন্দ্রের সংখ্যা ৯টি, এখানে ভোটার সংখ্য ২০,৬৭৮জন। এর মধ্যে নারী ভোটার ১০ হাজার, ৩৮০জন ও পুরুষ ভোটার ১০ হাজার ২৯৮জন।

আড়াইহাজার পৌরসভা রিটার্নিং অফিসার ফয়সাল কাদের বলেন,নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থাই আমরা গ্রহণ করব। কাউকে ছাড় দেওয়া হবে না। যে কোন পরিস্থিতি মোকাবেলা করার মত শক্তি কমিশনের রয়েছে।

তিনি আরো জানানআড়াইহাজার পৌরসভায় প্রথমবারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোটগ্রহণ করা হতে পারে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত হয়নি।