সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:
সিদ্ধিরগঞ্জে ব্যাটারী চালিত অটোরিক্সা ছিনতাই চক্রের নারী সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার (১ জুলাই) দিবাগত রাতে নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, চাঁদপুর জেলার মতলব উত্তর থানার একলাছপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী বন্দর থানার মদনপুর এলাকার ভাড়াটিয়া ফারজানা আক্তার (২২), সোনারগাঁও উপজেলার নয়াপুর এলাকার আউয়ালের ছেলে এবং নারায়ণগঞ্জ মহানগরের পাইকপাড়া এলাকার ভাড়াটিয়া গোলজার (৩২) ও বন্দর থানার ঘারমোড়া এলাকার হুসুনুল মিয়ার ছেলে আ: রহিম (৩২)।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহমেদ জানায়, রবিবার দুপুরে জালকুড়ি পশ্চিমপাড়া এলাকার সৈয়দ আলীর ছেলে অটোরিক্সা চালক লোকমানকে জালকুড়ি এলাকা থেকে কৌশলে ভাড়া করে গ্রেফতারকৃতরা ফতুল্লার ভুঁইগড় এলাকায় নিয়ে স্প্রে দিয়ে অজ্ঞান করে তার অটোরিক্সাটি ছিনিয়ে পালিয়ে যায়। পরে তাকে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়ে এলাকায় ফিরে যায়। রাতে ছিনতাইকারীদের খুঁজতে বের হয়। রাতেই এ চক্রের সদস্যদের জালকুড়ি বাস স্ট্যান্ডে পেয়ে স্থানীয় লোকজনকে নিয়ে তাদেরকে আটক করে গনধোলাই দেয়। পরে থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিক্সা চালক বাদী হয়ে একটি অভিযোগ করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।